• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ট্র্যাফিক সপ্তাহের প্রথম দিনে জরিমানা ৩৩ লাখ, মামলা ৭ হাজার

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৯, ১৩:২২

রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহন চলাচলে নিয়ম না মানায় ট্র্যাফিক সপ্তাহের প্রথম দিন ৩৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ঢাকা মহানগর ট্র্যাফিক পুলিশ।

এছাড়া বিভিন্ন যানবাহন ও চালকদের বিরুদ্ধে ৭ হাজার ১০১টি মামলা করা হয়েছে। অভিযানকালে ১২টি গাড়ি ডাম্পিং ও ৬৫১টি গাড়ি রেকার করা হয়েছে বলে ডিএমপি সূত্রে জানা গেছে।

গত রোববার শুরুর দিন ডিএমপির ট্র্যাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে।

------------------------------------------------------------
আরও পড়ুন : রাজধানীতে বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ
-------------------------------------------------------------

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মো. মাসুদুর রহমান বলেন, ট্র্যাফিক সপ্তাহের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন সড়কে ১২টি গাড়ি ডাম্পিংয়ে এবং ৬৫১টি গাড়ি রেকারে দেওয়া হয়েছে। হাইড্রোলিক হর্ন ব্যবহার করায় ১৯৪টি, হুটার (সাইরেন) ও বিকন বাতি ব্যবহার করার জন্য তিনটি, উল্টোপথে গাড়ি চালানোর কারণে এক হাজার ৩৩১টি গাড়ির বিরুদ্ধে মামলা হয়েছে। এছাড়া ১০৮টি মোটর সাইকেল আটক করা হয়েছে এবং ২ হাজার ৮৭৯টি মোটর সাইকেলের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার করায় আটজন চালকের বিরুদ্ধে মামলা হয়েছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ১৭ মার্চ থেকে শুরু হওয়া ট্র্যাফিক সপ্তাহ চলবে ২৩ মার্চ পর্যন্ত। ডিএমপির ট্র্যাফিক বিভাগের দৈনন্দিন কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেন ছাড়তে দেরি
চট্টগ্রামে প্রথম দিনে ক্যাচ মিসের মাশুল গুনলো টাইগাররা
দ্রুত তিন উইকেট হারিয়ে প্রথম দিন শেষ টাইগারদের
প্রথম দিনেই ঢিল ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভাঙল দুর্বৃত্তরা
X
Fresh