• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

নরসিংদীতে আ.লীগের দু’পক্ষের সংঘর্ষে নিহত ২

নরসিংদী প্রতিনিধি

  ১৯ মার্চ ২০১৯, ১১:৫৯

নরসিংদীর রায়পুরা উপজেলার দুর্গম চরাঞ্চলে আওয়ামী লীগের দু’পক্ষের টেঁটাযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন ইকবাল হোসেন (৩০) ও আমানউল্লাহ (২৭)। আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

মঙ্গলবার ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল মির্জাচরে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার ভোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মির্জাচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিক ও একই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফিরোজ মিয়ার ছেলে ফারুক ইসলামের সমর্থকদের মধ্যে টেঁটাযুদ্ধ হয়। এতে ইকবাল হোসেন ও আমানউল্লাহ নামের দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিনজন।

রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) মোজাফর হোসেন জানান, হতাহত সবাই চেয়ারম্যান জাফর ইকবালের সমর্থক। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।