• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের ‘গোলাগুলিতে’ নিহত ১

মেহেরপুর প্রতিনিধি

  ১৮ মার্চ ২০১৯, ০৯:৩৬

মেহেরপুরের গাংনী উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে ‘গোলাগুলিতে’ একজন নিহত হয়েছেন। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে দুই দলের মধ্যে ‘গোলাগুলির’ ঘটনা ঘটেছে বলে দাবি করেছে পুলিশ। রোববার দিনগত রাত পৌনে তিনটার দিকে উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়ভাঙ্গা গ্রামে কথিত এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের ভাষ্য, নিহত ব্যক্তির নাম বুদু আলী (৩০)। তিনি উপজেলার পীরতলা গ্রামের মৃত জোয়াদ আলীর ছেলে। বুদু মাদক ব্যবসায়ী ছিলেন। তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে বেশ কয়েকটি মামলা রয়েছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য মেহেরপুর সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

---------------------------------------------
আরও পড়ুন : খাদ্যমন্ত্রীর জামাতার মৃত্যুর ঘটনায় অভিযোগ দায়ের
---------------------------------------------

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, গতকাল রোববার দিনগত রাত আড়াইটার দিকে হাড়ভাঙ্গা গ্রামে পীরতলা পুলিশ ক্যাম্পের একটি দল টহলে ছিল। গোলাগুলির শব্দ শুনে পুলিশ স্থানীয়দের নিয়ে ঘটনাস্থলে যায়। সেখান থেকে গুলিবিদ্ধ অবস্থায় বুদুকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।