• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রামপাল বিদ্যুৎকেন্দ্রের ক্রেন দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত

বাগেরহাট প্রতিনিধি

  ১৭ মার্চ ২০১৯, ১২:৫৪

বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শনিবার রাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহত শ্রমিকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের কালিনগর গ্রামের মৃত আনসার আলীর ছেলে নাছির হোসেন (২৮) এবং রামপাল উপজেলার আদাঘাট গ্রামের ফজলুর রহমানের ছেলে আসাদুর রহমান (৩৪)।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রামপালে ১৩২০ মেগাওয়াট নির্মাণাধীন কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিহত দুই শ্রমিকের মরদেহ সোনাডাঙ্গা থানায় নেয়া হয়েছে।
------------------------------------
আরো পড়ুন: জাবির হলে ট্রাংক থেকে উদ্ধার নবজাতকের মৃত্যু
------------------------------------

তবে এ বিষয়ে জানতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোঃ রেজাউল করিমের সাথে যোগাযোগ করলে তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।

এর আগে গত ২ মার্চ কন্টেইনারের নিচে চাপা পড়ে দুই নির্মাণ শ্রমিকের করুণ মৃত্যু হয়। এসময় আরও এক নির্মাণ শ্রমিক আহত হন।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিয়ন্ত্রণ হারিয়ে ৩০০ ফুট খাদে বাস, নিহত ১০  
লরি-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আগুন, নিহত ১
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
সেতু থেকে খাদে পড়ে ৪৫ বাসযাত্রীর মৃত্যু, অলৌকিকভাবে বেঁচে গেল শিশু 
X
Fresh