• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ভোটারদের কাছে মাদক ‘না’, মাঠ ‘হ্যাঁ’

অনলাইন ডেস্ক
  ১৬ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৮

রাজনৈতিক হানাহানি এবং সন্ত্রাসবাদের বাইরে নারায়ণগঞ্জের বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে মাদক আর খেলার মাঠের সংকট। একশ্রেণির অসাধু লোক দীর্ঘদিন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অলিতে গলিতে চালাচ্ছে মাদক ব্যবসা। কয়েক বছরে এর হার বেড়েছে মারাত্মক আকারে।

উঠতি বয়সী তরুণ তরুণীরা দিন দিন মাদকে আসক্ত হয়ে বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে। এমনকি তরুণদের জন্য নেই পর্যাপ্ত খেলার মাঠও। প্রজন্মের এই অধঃপতনে দুশ্চিন্তায় আছেন অভিভাবকরা।

তাই সিটি নির্বাচনে প্রার্থীদের কাছ থেকে এসব সমস্যার দ্রুত সমাধান চান নারায়ণগঞ্জবাসী। বলছেন, এ ব্যাপারে যাকে অগ্রণী মনে হবে তাকেই জয়ী করবেন তারা।

অপরদিকে নির্বাচিত হলে এসব সমস্যার দ্রুত সমাধান করবেন প্রতিশ্রুতি দিচ্ছেন কাউন্সিলর প্রার্থীরা।

আরকে/ এসজেড

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh