• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ ইয়াবা ব্যবসায়ী নিহত

টেকনাফ প্রতিনিধি

  ১৪ মার্চ ২০১৯, ১১:৫৮

কক্সবাজারের টেকনাফে নাফনদের পারে লবণ প্রজেক্ট এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে মোহাম্মদ নুরুল ইসলাম (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বিজিবি ‘র দাবি নিহত যুবক ইয়াবা ব্যবসায়ী।

বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদরের খানকার ডেইল মেহেদী লবণ প্রজেক্ট এলাকায় এ গোলাগুলির ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম নতুন পল্লনপাড়ার আব্দুল গফুরের ছেলে।

টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি'র ভারপ্রাপ্ত অধিনায়ক শরীফুল ইসলাম জোমাদ্দার আরটিভি অনলাইনকে জানান, বৃহস্পতিবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের খানকার ডেইল গ্রামের পূর্ব পার্শ্বে মেহেদী লবন প্রজেক্টের উত্তর-পশ্চিম দিক দিয়ে বিপুল পরিমাণে ইয়াবা বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. শাহ আলমের নেতৃতে টহলদল দ্রুত ঘটনা স্থলে যায়। ভোর সাড়ে ৪টার দিকে একদল লোক নদী পার হয়ে ঘটনাস্থলে আসলে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। লোকগুলো অতর্কিতভাবে বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে বিজিবি’র টহলদলের এক সদস্য আহত হয়। এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। একপর্যায়ে ইয়াবা পাচারকারীরা পিছু হটে। পরে টহল দলের সদস্যরা এলাকা তল্লাশি করে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এসময় প্রায় ৭ হাজার পিস ইয়াবা ও ২টি লোহার ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় তার নাম ঠিকানা পাওয়া গেছে।