• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমাজকে সুন্দরে স্কাউটরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: রাষ্ট্রপতি

গাজীপুর প্রতিনিধি

  ১০ মার্চ ২০১৯, ২১:২৫

স্কাউটরা নিয়মিত সমাজসেবামূলক কাজের পাশাপাশি দেশের বিভিন্ন সামাজিক দুর্যোগ মোকাবেলা ও আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে আরও সুন্দর করে গড়ে তুলতে তারা রাখতে পারে অগ্রণী ভূমিকা। বললেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ।

রোববার বিকেলে গাজীপুরের মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে ১০ম বাংলাদেশ ও তৃতীয় সানসো স্কাউট জাম্বুরী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, শিশু কিশোর ও যুবদের মাদক, ধর্মান্ধতা, সাম্প্রদায়িকতা সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষবাষ্প থেকে দূরে রাখতে স্কাউটিং ইতিবাচক অবদান রাখতে পারে।

রাষ্ট্রপতি বলেন, স্কাউটিংই পারে ভবিষ্যৎ প্রজন্মকে আধুনিক প্রগতিশীল ও সৃজনশীল করে গড়ে তুলতে।