• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে পিকনিকের বাসের সংঘর্ষ, নিহত ২

বাগেরহাট প্রতিনিধি

  ০৮ মার্চ ২০১৯, ১০:০৯

বাগেরহাট সদর উপজেলায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে একটি পিকনিকের বাসের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শুক্রবার ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন আটজন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন বসির (৪০), আমিরুল ইসলাম (৪০), রাসেল (২৩) ও আরিফুল (২২)। তাদের প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে ও পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত ব্যক্তিরা হলেন গরীব উল্লাহ (৪০) ও কিবরিয়া (২২) । হতাহতদের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রামে।

দুর্ঘটনাকবলিত পিকনিকের বাসটিতে থাকা মো. কলম হোসেন ও আনোয়ার হোসেন নামের দুজন জানান, ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেনী গ্রাম থেকে একটি দল পিকনিক করার জন্য বাগেরহাট আসে। ভোরে খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহঃ) মাজার মোড়ে বাসটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা দিলে বিকট শব্দের শব্দের সৃষ্টি হয়। এতে গাড়ির সামনে থাকা ১০ জন আহত হন। তাদের মধ্যে একজন ঘটনাস্থলেই অন্যজনকে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক (ডিএডি) সরদার মাসুদুর রহমান আরটিভি অনলাইনকে জানান, দুর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও খুলনার ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
চরফ্যাশনে হিটস্ট্রোকে যুবকের মৃত্যু
জানাজা শেষে ফেরার পথে সড়কে মা-ছেলের মৃত্যু 
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
X
Fresh