• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সৌদি দূতাবাস কর্মকর্তার হত্যাকারী মামুনের ফাঁসি কার্যকর

গাজীপুর প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৯, ২২:৪০

সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলী হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে।

আজ রোববার রাত ১০টায় কাশিমপুর কারাগারে তার ফাঁসি কার্যকর হয়।

সাইফুল ইসলাম মামুন বাগেরহাটের শরণখোলা থানার খোন্তাকাটা এলাকার মৃত আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেল সুপার মো. শাহজাহান আহম্মেদও বিষয়টি নিশ্চিত করেছেন।

কারা কর্তৃপক্ষ জানায়, সৌদি দূতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করে হত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর থেকে সাইফুল ইসলাম মামুন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দি ছিলেন।

প্রসঙ্গত, ২০১২ সালের ৫ মার্চ ঢাকার গুলশানে কূটনৈতিক এলাকায় সৌদি দুতাবাস কর্মকর্তা খালাফ আল আলীকে গুলি করা হয়। পরদিন ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গুলশান থানায় মামলা করলে মামলার বিচার প্রক্রিয়া শেষে ৫ জনের মৃত্যুদণ্ড দেন আদালত।

পরে রায়ের বিরুদ্ধে আপিল করা হলে ২০১৩ সালে হাইকোর্ট সাইফুল ইসলাম মামুনের মৃত্যুদন্ড বহাল, ৩ জনের মৃত্যুদণ্ডের পরিবর্তে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে খালাস দেওয়া হয়।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাশিমপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু
X
Fresh