• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

বান্দরবানে আটক মিয়ানমার সেনা সদস্যকে হস্তান্তর

বান্দরবান প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৯, ২১:৪০

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্ত থেকে আটক মিয়ানমার সেনাবাহিনীর সদস্যকে হস্তান্তর করা হয়েছে।

আজ রোববার দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে তাকে মিয়ানমারের কাছে হস্তান্তর করে বিজিবি।

নাইক্ষ্যংছড়ি বিজিবির ১১ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান জানান, আটক মিয়ানমার সেনা সদস্যকে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের তুমব্রু পয়েন্ট দিয়ে হস্তান্তর করা হয়েছে। আটক সেনা সদস্যর বিষয়ে মিয়ানমার কর্তৃপক্ষের সাথে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

প্রসঙ্গত, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ভাল্লুকখাইয়া সীমান্তের হাতিছড়া এলাকা থেকে গত ২৪ জানুয়ারি মিয়ানমারের ওই সেনা সদস্যকে আটক করা হয়েছিল। আটক মিয়ানমার সেনা সদস্যের নাম অং বো বো থিন। সে মিয়ানমারের সেনা বাহিনীর এলআইবি-২৮৭ ব্যাটালিয়নের সদস্য। রাখাইনের বান্ডুলা ৫০ নং ক্যাম্পে দায়িত্বরত ছিলেন তিনি। মিয়ানমারের সেনাবাহিনীর ওই সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করলে তাকে আটক করা হয়।

আর/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জার্মানিতে চারজনকে হত্যার পর সেনা সদস্যের আত্মসমর্পণ
নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারে আবার গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা
তুমব্রু সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক, ফিরছেন স্থানীয়রা
ট্রাকচাপায় মা-ছেলে নিহত, লাফিয়ে বাঁচলেন বাবা
X
Fresh