• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ময়মনসিংহে ‘বন্দুকযুদ্ধে’ মাদকবিক্রেতা নিহত

ময়মনসিংহ প্রতিনিধি

  ০৩ মার্চ ২০১৯, ০৮:৪৩

ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে লালু মিয়া (৪৫) নামে এক মাদকবিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার রাত দেড়টার দিকে শহরের কালিবাড়ী পুরাতন গুদারাঘাট বালুরচরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, সংবাদ আসে ওই এলাকায় কিছু মাদকবিক্রেতা মাদক কেনাবেচা করছে। পরে ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করার চেষ্টা করলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও ফাঁকা গুলি ছুড়ে। এক পর্যায়ে মাদকবিক্রেতারা পিছু হটে। পরে ঘটনাস্থল থেকে ৩০০ পিস ইয়াবাসহ ওই মাদকবিক্রেতাকে আহত অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ(মমেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহত মাদকবিক্রেতার বিরুদ্ধে ৭টি মাদকের মামলাসহ ৮টির বেশি মামলা রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
কাভার্ডভ্যানের ধাক্কায় যুবক নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh