• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

নাসিক নির্বাচনে ফের সেনা মোতায়েনের দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ১৪ ডিসেম্বর ২০১৬, ১৫:৪৮

আসছে ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোটারদের সুষ্ঠুভাবে ভোট দিতে সেনা মোতায়েন প্রয়োজন। বললেন বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন।

বুধবার সকালে নারায়ণগঞ্জে বিএনপির মেয়র প্রার্থীর মিডিয়া সেল উদ্বোধনের পর সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

হাফিজউদ্দিন বলেন, ২২ ডিসেম্বর নাসিক নির্বাচনের ভোট দিতে পারবে কি না সেটা নিয়ে মানুষ সন্দিহান। সরকারি দলের প্রার্থী নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছেন। তবে মানুষ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারলে ধানের শীষের বিজয় নিশ্চিত। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সেনা মোতায়েন জরুরি।

তিনি বলেন, গেলো সিটি নির্বাচনে আওয়ামী লীগের বর্তমান মেয়র প্রার্থী সেনা মোতায়েন চেয়েছিল। কমিশনও সরকারকে চিঠি দিয়েছিল। কিন্তু সেনা বাহিনী মোতায়েন হয়নি। এবার ওই প্রার্থী সেনা মোতায়েনের বিরোধিতা করছেন। আমরা আশা করি বিজয়ের মাসে জনতার বিজয় হবে।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, সাবেক দুই সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম ও মুহাম্মদ গিয়াসউদ্দিন।

এইচটি /এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh