• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

চুরি যাওয়া নবজাতক ৪ দিন পর মায়ের কোলে

নেত্রকোনা প্রতিনিধি

  ২৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৫

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতকটিকে চার দিন পর আজ বৃহস্পতিবার সকালে শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন খান আরটিভি অনলাইনকে জানান, গেল ২৪ ফেব্রুয়ারি সকালে আটপাড়া উপজেলার পাঁচগজ গ্রামের আবুল কাশেমের স্ত্রী ১১ দিনের নবজাতককে নিয়ে হাসপাতালে চিকিৎসা করাতে আসেন।

লেবার ওয়ার্ডের বাইরে শাশুড়ি জায়েদার কাছে শিশুটিকে রেখে চিকিৎসা নিতে ভেতরে যান কাশেমের স্ত্রী। জায়েদা আক্তার শিশুটিকে কোলে নিয়ে লেবার ওয়ার্ডের সামনে দাঁড়িয়ে ছিলেন। তখন জায়েদার কাছ থেকে বোরকা পরা এক নারী আদর করে শিশুটিকে তার কোলে নেন।

কিছুক্ষণ পর কৌশলে নবজাতককে নিয়ে পালিয়ে যান। এরপর ২৪ ফেব্রুয়ারি নেত্রকোনা মডেল থানায় লিখিত অভিযোগ করেন নবজাতকের বাবা আবুল কাশেম। পরে আজ অভিযান চালিয়ে শহরের পারলা বাসস্ট্যান্ড থেকে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।

ওসি আরও জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পাঁচ ম্যাচেই শাহিন অধ্যায়ের সমাপ্তি, বাবরের দ্বিতীয় শুরু
৯০ বছর ধরে সংরক্ষিত বইয়ের মানব চামড়ার মলাট সরিয়ে নিল হার্ভার্ড
বাস থেকে পড়ে যান হেলপার, মাথার ওপর দিয়ে চলে গেল চাকা
প্রভাসের নতুন সিনেমার স্বত্ব বিক্রি হলো যত টাকায়
X
Fresh