• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

মাশরাফির নাম ভাঙ্গিয়ে প্রতারণা করলে ব্যবস্থা

নড়াইল প্রতিনিধি

  ২৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:১৩

নড়াইলে জেলার পদস্থ কর্মকর্তাদের সঙ্গে নড়াইল-২ সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার প্রথম মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নড়াইল জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

জেলা প্রশাসক আনজুমান আরার সভাপতিত্বে সভায় পুলিশ সুপার মোহম্মদ জসিম উদ্দিন পিপিএম, স্থানীয় সরকারর বিভাগ নড়াইলের উপ-পরিচালক মো. মনিরুজ্জামান, পৌর মেয়র মো. জাহাঙ্গীর বিশ্বাস, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, গণপূর্ত, জনস্বাস্থ্য বিভাগ, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলীগণ, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ, সরকারি কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

সভায় সংসদ সদস্য নড়াইলকে মডেল জেলা হিসাবে গড়ে তোলার আশা ব্যক্ত করেন।

নড়াইলকে মাদকমুক্ত করতে এবং জেলার উন্নয়ন করতে ও সুন্দর বাসযোগ্য নড়াইল গড়তে স্থানীয় প্রশাসনসহ সবার সহযোগীতা কামনা করেন মাশরাফি। তার পক্ষ থেকেও সকল প্রকার সহযোগীতার আশ্বাস প্রদান করেন।

এছাড়া মাশরাফির নাম ভাঙ্গিয়ে কেউ যদি কোন প্রকার প্রতারণা করে সে বিষয়ে তাকে অবহিত করার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

ওয়াই

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নড়াইলে মাদক মামলায় চারজনের যাবজ্জীবন
নড়াইলে চলছে গ্রামীণ ক্রীড়া উৎসব
মাছের ঘেরে ডুবে ভাই-বোনের মৃত্যু
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
X
Fresh