• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ঢাকা উত্তর সিটিতে বৃহস্পতিবার সাধারণ ছুটি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৭

আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে নির্বাচনের দিন অর্থাৎ বৃহস্পতিবার সংশ্লিষ্ট এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে গণমাধ্যম পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোটগ্রহণ উপলক্ষে নির্বাচন সংশ্লিষ্ট সিটি করপোরেশন এলাকার সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা তাদের ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিটি করপোরেশন এলাকায় যদি ওই তারিখে কোনও পাবলিক পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে ওই পরীক্ষার কেন্দ্রসমূহ ও পরীক্ষা সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মচারীরা সাধারণ ছুটির আওতা বহির্ভূত থাকবেন। আগামী ২৮ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনে নির্বাচন অনুষ্ঠিত হবে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৭ এপ্রিলের টিকিট মিলবে বৃহস্পতিবার
ঢাবি ভর্তি পরীক্ষার ফল বৃহস্পতিবার
ফিতরা নির্ধারণ কমিটির সভা বৃহস্পতিবার
গাবতলীতে পিকআপের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত, সড়ক অবরোধ
X
Fresh