• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৪ জলদস্যু নিহত

বাগেরহাট প্রতিনিধি

  ২৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৩৮

পূর্ব-সুন্দরবনের চাঁদপাই রেঞ্জে র‌্যাব-৮ এর সঙ্গে জলদস্যু আরিফ বাহিনীর ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধে বাহিনী প্রধানসহ ৪ দস্যু নিহত হয়েছেন।

সোমবার দুপুরে জোংড়ার খাল এলাকায় বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এসময় ওই এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‌্যাব সদস্যরা।

র‌্যাব সূত্রে জানা যায়, সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদীর জোংড়ার খাল এলাকায় দস্যুরা অবস্থান করছে এমন গোপন সংবাদে সোমবার দুপুরে ১২টার দিকে অভিযানে নামে র‌্যাব-৮ এর সদস্যরা। কাছাকাছি পৌঁছলে দস্যুরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে, র‌্যাবও পাল্টা গুলি করে। এভাবে ঘন্টাব্যাপী বন্দুকযুদ্ধের পর দস্যুরা পিছু হটে। পরে র‌্যাব সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে আরিফ বাহিনীর প্রধানসহ ৪ দস্যুর মরদেহ উদ্ধার করে।
এসময় দস্যুদের ব্যবহৃত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। তবে দস্যুদের নাম পরিচয় ও গোলাবারুদের সঠিক সংখ্যা পাওয়া যায়নি।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যেভাবে দেশে ফিরবেন ২৩ নাবিক
২৩ নাবিকসহ আমিরাতের আল-হামরিয়া বন্দরে ভিড়ল এমভি আবদুল্লাহ
আরব আমিরাত উপকূলে এমভি আবদুল্লাহ
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
X
Fresh