• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কমান্ডো অভিযানে বিমান ছিনতাইকারী যুবক নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৫

অবশেষে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বিমানটির (বোয়িং-737) অস্ত্রধারী ছিনতাইকারী যুবক কমান্ডো অভিযানের সময় নিহত হয়েছেন। তার নাম মাহাদী এবং তার সঙ্গে একটি পিস্তল ছিল বলে জানা গেছে।

লে. কর্নেল ইমরুলের নেতৃত্বে ৮ মিনিটের অভিযানকালে তিনি নিহত হন। তবে অভিযানের আগেই যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমান থেকে বের হয়ে আসেন। সেনাবাহিনীর পক্ষ থেকে রোববার রাত পোনে নয়টার দিকে এক সংবাদ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়। সংবাদ ব্রিফিংয়ে সেনাবাহিনীর চট্টগ্রাম অঞ্চলের জিওসি মেজর জেনারেল এস এম মতিউর রহমান জানান, আহত ওই ব্যক্তি মারা গেছেন।

তার আগে বিমান বাহিনীর পক্ষ থেকে বাংলাদেশ বিমানের এয়ারভাইস মার্শাল মফিদুর রহমান রোববার রাত পোনে আটটার দিকে এক সংবাদ ব্রিফিং করেন। সংবাদ সম্মেলনে তিনি বলেছিলেন ছিনতাইয়ের চেষ্টাকারীকে জখম অবস্থায় আটক করা হয়েছে।

ব্রিফিংয়ে জানানো হয়, রোববার বিকেল ৫টা ৩৩ মিনিটে বিমান বাহিনী প্রথম জানতে পারে ছিনতাইয়ের কথা। ককপিট থেকে পাইলট বিষয়টি জানায় এটিসিকে। পরে বিমানটি ৫টা ৪১ মিনিটে জরুরি অবতরণ করে। বিমানবন্দর কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা প্রাথমিকভাবে ঘটনা সামাল দেন। পরে সন্ধ্যা ৬টার দিকে ১ প্যারা কমান্ডো ব্যাটালিয়ন আসে বিএনএস ইশা খাঁ থেকে। তারা সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন। তারা দ্রুততম সময়ে বিমানবন্দরে এসে সফল অভিযান চালিয়ে ছিনতাইয়ের অবসান ঘটান।

তবে এক প্রত্যক্ষদর্শীরা জানান, ছিনতাইকারীকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করা হয়েছে। বিমানটিতে ১০৭ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত আছেন।

এর আগে ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ ঘিরে রাখে পুলিশ। উড়োজাহাজটি ছিনতাইয়ের খবর পাওয়ার পরই সেটি ঘিরে রেখেছে পুলিশ ও র‌্যাব। উড়োজাহাজের ভেতরে একজন সন্দেহভাজন অস্ত্রধারী পাইলটকে জিম্মি করে রাখে। ভেতরে দুইজন ক্রু ছিল। সব যাত্রীকে নামিয়ে নিরাপদে নেয়া হয়েছে।

বিমানটিতে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য জাসদ নেতা মঈন উদ্দীন খান বাদল ছিলেন। তিনি বিমান থেকে বের হয়ে সময় টিভিকে টেলিফোনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, অস্ত্রধারী ছিনতাইকারী কেবিন ক্রকে তেড়ে এসে বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে চাই’।

রোববার (২৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে বাংলাদেশ বিমানের বিজি-১৪৭ নং ফ্লাইটটি দুবাইয়ের উদ্দেশে ঢাকা ছেড়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করে। বিমানটিতে চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য মঈন উদ্দীন খান বাদল ছিলেন।

এমসি/পিপি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সিডিএর নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইউনুছ 
নারী কর্মীদের বোরকা ও নেকাব পরা নিষিদ্ধ করল চট্টগ্রাম চক্ষু হাসপাতাল
নিহত চুয়েটের ২ শিক্ষার্থীর পরিবার পাবে ১০ লাখ টাকা 
২৪ ঘণ্টা রোগী দেখবেন না চট্টগ্রামের চিকিৎসকরা 
X
Fresh