• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

কক্সবাজারে চিংড়ি ঘের নিয়ে সংঘর্ষে নিহত ২

কক্সবাজার প্রতিনিধি

  ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩২

কক্সবাজারের পেকুয়ায় চিংড়ি ঘেরের দখল নিয়ে দুই পক্ষের সশস্ত্র সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও আটজন। পুলিশ ঘটনাস্থল থেকে ৭টি অস্ত্রসহ ১০ জনকে আটক করেছে।

আজ শনিবার দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বিলহাচুয়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পেকুয়া সদর ইউনিয়নের আবদুর রহমানের ছেলে নেজাম উদ্দিন ও জাহাঙ্গীর আলমের ছেলে আজিজুল হক।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান, আজ দুপুর দেড়টার দিকে পেকুয়া সদর ইউনিয়নের বিলহাচুয়া এলাকায় ওয়ার্কফ স্টেটের জমির বিরোধের জেরে স্থানীয় জালাল ও মমতাজ গ্রুপের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুইজন নিহত হন। সংঘর্ষের পর দু’পক্ষে উত্তেজনা বিরাজ করায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে সাতটি অস্ত্র উদ্ধার করা হয়। ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। অস্ত্র উদ্ধার ও হামলায় জড়িত বাকিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নাটোরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
বিমানবন্দরে প্রকৌশলী নিহত : সেই বাসচালক গ্রেপ্তার
বাসচাপায় বাবা-ছেলে নিহত, হাসপাতালে মা 
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
X
Fresh