• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

হত্যা মামলার হাজিরা দিয়ে ফেরার সময় দুর্ঘটনায় ২ আসামি নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২১:২৪

কিশোরগঞ্জে ট্রাক্টরের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা দুইজনেই হত্যা মামলার হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন।

আজ মঙ্গলবার ৩টার দিকে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এ দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। আহত তিনজনের মধ্যেও একজন হত্যা মামলার আসামি।

নিহতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার চারিগ্রামের মো. কাছু মিয়ার ছেলে মুক্তাদির ও একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে মো. রাজিব মিয়া (২৭)।

আহতদের উদ্ধার কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও আত্মীয়স্বজনরা জানান, মিঠামইন উপজেলার আলোচিত হত্যা মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে কিশোরগঞ্জ-করিমগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সতাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মডেল থানার অফিসার ইনচার্জ আবু বাশার সিদ্দিক জানান, দুর্ঘটনাস্থল থেকে ট্রাক্টর ও সিএনজি ড্রাইভার পালিয়ে যায়। নিহতদের মরদেহ কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

আর/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চুয়েট শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক গ্রেপ্তার
পঞ্চগড়ে ট্রাক-ট্রাক্টরের সংঘর্ষ, নিহত ২
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
X
Fresh