• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেবাচিমের গাইনি বিভাগের প্রধানসহ দুইজন সাময়িক বরখাস্ত

বরিশাল প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪০

ডাস্টবিন থেকে ভ্রুণ উদ্ধারের ঘটনায় স্বাস্থ্য বিভাগের নির্দেশ অনুযায়ী বরিশালের শের-ই বাংলা মেডিকেল ক‌লেজ (শেবাচিম) হাসপাতালের গাইনি বিভাগের প্রধান ও ওয়ার্ডের নার্স ইনচার্জকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন গাইনি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ডা. খুরশীদ জাহান ও ওয়ার্ডের নার্স ইনচার্জ জোৎস্না আক্তার।

মঙ্গলবার সকাল ৯টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষ জরুরি বৈঠকে বসে। বৈঠক চলে বেলা পৌনে ১১টা পর্যন্ত। বৈঠকে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

কমিটিতে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের প্রধান প্রফেসর ডা. জহিরুল হককে প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- হাসপাতালের প্যাথলজি বিভাগের প্রধান ডা. ফয়জুল বাসার এবং ফরেনসিক বিভাগের প্রভাষক ডা. ইমতিয়াজ উদ্দিন।