• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

৬৫ জন শিক্ষার্থী নিয়ে উল্টে গেল পিকনিকের বাস

পঞ্চগড় প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৭

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় একটি স্কুলের পিকনিকের বাস উল্টে খাদে পড়ে এক শিক্ষার্থী নিহত হয়েছে। শিক্ষক ও শিক্ষার্থীসহ আহত হয়েছেন ৩০ জন।

সোমবার সকাল ১০টার দিকে উপজেলার শালবাহানের রওশনপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম সজীব কুমার। সে রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

আহত যাত্রী ও পুলিশ সূত্রে জানা যায়, ৬৫ জন শিক্ষার্থীসহ মোট ৮০ জন যাত্রী নিয়ে বাসটি আটোয়ারি উপজেলার রশেয়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় থেকে তেঁতুলিয়ায় পিকনিকে যাচ্ছিল। সকাল ১০টার দিকে বাসটি রওশনপুরের কাজী অ্যান্ড কাজী টি স্টেটের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়। এতে সজীব নামের ওই শিক্ষার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩০ জন।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ গোলাম আজম বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটিতে অন্তত ৭০ থেকে ৮০ জন যাত্রী ছিল। আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
হল না ছাড়ার ঘোষণা চুয়েট শিক্ষার্থীদের, অবরুদ্ধ উপাচার্য
তীব্র গরমের জন্য দায়ী সরকার : মির্জা আব্বাস
বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের ২৮৮ সেনা-বিজিপি সদস্যের প্রত্যাবাসন
X
Fresh