• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় দুই দল মাদক ব্যবসায়ীর ‘গোলাগুলিতে’ নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৪৩

কুষ্টিয়া সদর উপজেলায় দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে কথিত গোলাগুলিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের শালদহ গ্রামের গড়াই বালু চরে এই গোলাগুলির ঘটনা ঘটে।

পুলিশের দাবি, দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে নিহত হয়েছেন নাজমুল মালিথা (৪০) নামের একজন মাদক ব্যবসায়ী। তিনি দৌলতপুর উপজেলার তারাগুনিয়া এলাকার মিরাজ মালিথার ছেলে।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৬০০টি ইয়াবা বড়ি জব্দ করা হয়েছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, পুলিশ খবর পায়, উপজেলার শালদহ গ্রামের গড়াই বালু চরে দুই দল মাদক ব্যবসায়ীর মধ্যে গোলাগুলি হচ্ছে। রাত আনুমানিক একটার দিকে ঘটনাস্থলে যায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। পরে সেখানে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে উদ্ধার করে দ্রুত কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে জানান। পরে তারা নিশ্চিত হন নিহত ব্যক্তি তারাগুনিয়া গ্রামের নাজমুল মালিথা।

ওসি আরও বলেন, নিহত নাজমুল মালিথা জেলার শীর্ষ মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় একাধিক মামলা রয়েছে। এই ঘটনায় পুলিশের চার সদস্য আহত হয়েছেন।

নিহত নাজমুল মালিথার বাবা মিরাজ মালিথা আরটিভি অনলাইনকে মোবাইল ফোনে জানান, নাজমুল গ্রেপ্তারের ভয়ে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরিবারের সঙ্গে তার কোনও যোগাযোগ ছিল না।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোংলায় বাল্কহেড ডুবিতে নিখোঁজ ব্যক্তির মরদেহ উদ্ধার
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh