• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রূপপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশিয়ান নাগরিকের মৃত্যু

পাবনা প্রতিনিধি

  ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

পাবনার ঈশ্বরদী রূপপূর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের গ্রিন সিটিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিয়ান নাগরিকের নাম জেলেস্কি ভাটজিম (৩৪)। তিনি নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ট্রেট রোশিম নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ইন্সট্রলার পদে কর্মরত ছিলেন।

জানা গেছে, গ্রিন সিটির ৩ নম্বর ভবনের ১৪ তলায় এই রাশিয়ান নাগরিক বাস করতেন। শনিবার সকালে প্রতিবেশীরা ফলস ছাদের ভেতরে মাথা ঢুকানো জেলেস্কি ভাটজিমের নিথর দেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনী সকাল ১০টার দিকে তার মরদেহ উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাহাউদ্দিন ফারুকী (ওসি) আরটিভি অনলাইনকে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মনে হয়েছে বাথরূমের ফলস ছাদে রাখা গিজার হতে ডাইনিংয়ের মেঝে পানি পড়ছিল। পানি পড়া বন্ধের জন্য নিজেই গিজার ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যেতে পারেন জেলেস্কি ভাটজিম।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধানখেতে পড়ে ছিল যুবকের মরদেহ
ত্রিশালে বাসচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি যুবকের মরদেহ হস্তান্তর
যুক্তরাষ্ট্রে সেতু দুর্ঘটনা : দুই মরদেহ উদ্ধার
X
Fresh