• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

অবৈধভাবে বালু উত্তোলন, দুইজনের কারাদণ্ড

কলমাকান্দা সংবাদদাতা

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:১৪

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নে অবৈধভাবে বালু উত্তোলন করায় দুই ড্রেজার মেশিন মালিককে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পরে টাকা দিতে না পারায় তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গতকাল বুধবার বিকেলের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নাজিরপুর ইউনিয়নের পাঁচকাটা গ্রামের নবী হোসেনের দুই ছেলে আব্দুল আলী ও আব্দুল করিম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন আরটিভি অনলাইনকে বলেন, কিছু অসাধু বালু ব্যবসায়ী সরকারি নির্দেশ অমান্য করে নাজিরপুর ইউনিয়নের উব্দাখালী নদী থেকে বালু উত্তোলন করে আসছিল। তাদেরকে অনেকবার নিষেধ করা হলেও তারা শোনেননি। পরে গতকাল বুধবার বিকেলে অভিযান চালিয়ে আব্দুল আলী ও আব্দুল করিমকে বালু উত্তোলনের মেশিনসহ হাতেনাতে আটক করা হয়। এরপর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুজনকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। কিন্তু জরিমানার টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাদেরকে আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh