• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ডাকাত দলের দুই গ্রুপের গোলাগুলিতে নিহত ১

লক্ষ্মীপুর প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৪৭

লক্ষ্মীপুর জেলার কমলনগরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাকাত দলের দুই গ্রুপের ‘গোলাগুলিতে’ মাইন উদ্দিন মানু (৪৪) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, নিহত মাইন উদ্দিন মানু যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। তার বিরুদ্ধে ফেনী, নোয়াখালির চাটখিল, লক্ষ্মীপুর সদর ও কমলনগর থানায় ৫টি মামলা রয়েছে।

বুধবার রাত সোয়া ২টার দিকে উপজেলার চর কাদিরা ইউনিয়নের একটি পরিত্যাক্ত বাড়িতে এ ঘটনা ঘটে।

কমলনগর থানার ওসি-তদন্ত মো. আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তার নিয়ে ওই এলাকায় ডাকাত দলের গোলাগুলি হচ্ছে এমন গোপন খবর পাওয়া যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতরা পালিয়ে যায়। এসময় ডাকাত মানুকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।

এছাড়া ঘটনাস্থল থেকে একটি পাইপগান ও দুই রাউন্ড তাজা কর্তুজ উদ্ধার করা হয়। পরে গুলিবিদ্ধ মানুকে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
১৪ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত জি কে শামীমের জামিন
লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে ৫ দালাল আটক, ১০ দিনের কারাদণ্ড
X
Fresh