• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:২৮

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক নারী। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চাঁদপুরের কচুয়া উপজেলার গ্রামীণ ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার সিদ্দিকুর রহমান (৭০), তার স্ত্রী জেসমিন সুলতানা (৫৫) ও দক্ষিণ মতলবের শিবপুর গ্রামের প্রাইভেটকারচালক আব্দুল্লাহ সরকার (৩৫)। আহত নারীর নাম জানা যায়নি।

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, কাভার্ডভ্যান ও প্রাইভেটকার দুটি ঢাকার দিকে যাচ্ছিল। ভবেরচর বাসস্ট্যান্ড এলাকায় এসে দ্রুতগতির কাভার্ডভ্যানটি আকস্মিক গতি থামিয়ে দেয়। এতে পেছনে থাকা প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানের সঙ্গে ধাক্কা খায়। এসময় ঘটনাস্থলেই সিদ্দিকুর রহমান ও তার স্ত্রী জেসমিন সুলতানা মারা যান। গুরুতর আহত প্রাইভেটকারচালক আব্দুল্লাহ সরকারকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। আহত এক নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জহিরুল ইসলাম আরও জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিয়ের কেনাকাটা করে বাড়ি ফেরা হলো না চাচা-ভাতিজির
আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
রানা প্লাজা ট্রাজেডির ১১ বছর, মোমবাতি জ্বালিয়ে নিহতদের স্মরণ
মৃত্যুর কারণ জানা গেল মহাসড়কে পড়ে থাকা সেই হাতির
X
Fresh