• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার পথে ফের ২২ রোহিঙ্গা উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

  ১১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:০৭

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ জন রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশুকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

উদ্ধার করা রোহিঙ্গা নাগরিকদের মধ্যে একজন পুরুষ, ৯ নারী ও ১২ জন শিশু রয়েছে। তবে এ সময় দালালচক্রের কোনও সদস্য আটক হয়নি।

রোববার দিনগত রাতে শাহপরীদ্বীপের খুরেরমুখ এলাকার উত্তর লম্বরি পাহাড় থেকে তাদের উদ্ধার করা হয়।

টেকনাফ ২ বিজিবির অধিনায়ক আছাদুজ্জামান চৌধুরী আরটিভি অনলাইনকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।