• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফরিদপুরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষ, নিহত ১

অনলাইন ডেস্ক
  ১০ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:৪০

ফরিদপুরের সালথা উপজেলায় দু’দল গ্রামবাসীর সংঘর্ষে রাসেল শেখ নামে একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত আরও ২০ জন।

রোববার সকালে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বড় বাহিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত যুবক রাসেল শেখ মঞ্জু মাতব্বরের সমর্থক ও বড় বাহিরদিয়া গ্রামের খালেক শেখের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হোসেন জানায়, আজ সকালে বড় বাহিরদিয়া এলাকার বর্তমান ইউপি সদস্য মঞ্জু মেম্বারের সমর্থকদের সঙ্গে সাবেক ইউপি সদস্য লুৎফর মেম্বারের সমর্থকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর সূত্র ধরে দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত ডাক্তার মঞ্জু রাসেল শেখকে মৃত ঘোষণা করেন। বাকি আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত বেড়ে ৯ 
মোল্লাহাটে বালুবাহী ট্রলিচাপায় নিহত ২
সাজেকে শ্রমিকবাহী ট্রাক খাদে, নিহত ৬
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
X
Fresh