• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

প্রাইভেটকার থেকে ফেনসিডিল উদ্ধার, আটক ২

মানিকগঞ্জ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৫৪

মানিকগঞ্জের সিঙ্গাইরের মানিকগঞ্জ-সিঙ্গাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের বিন্যাডাঙ্গী এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৮৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব। এসময় দুজনকে আটক করা হয়েছে। সেইসঙ্গে তাদের ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। শনিবার সকালে র‌্যাব এ অভিযান চালায়।

আটক ব্যক্তিরা হলেন, কুষ্টিয়ার মিরপুর উপজেলার কাটদহ গ্রামের কবির আহমেদ (৪০) ও চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা গ্রামের মিন্টু মিয়া (৩৫)।

র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম আরটিভি অনলাইনকে বলেন, ভারতীয় সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিল ঢাকায় বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছে- এমন খবর পেয়ে সিঙ্গাইরের বিন্যাডাঙ্গী এলাকায় অবস্থান নেয় র‌্যাব সদস্যরা। বেলা ১১টার দিকে একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৮৬৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। কবির আহমেদ ও মিন্টু নামের দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

মেজর আব্দুল হাকিম আরও জানান, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
জয়পুরহাটে ১৬ স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক
ঘুষ গ্রহণের অভিযোগে আটক রাশিয়ার উপ-প্রতিরক্ষামন্ত্রী 
তাপদাহে গলে গেছে সড়কের পিচ, আটকে যাচ্ছে জুতা
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
X
Fresh