• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

অবৈধ গ্যাস সংযোগ দিতে গিয়ে হাতেনাতে ধরা

গাজীপুর প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ২৩:৩০

গাজীপুরের শ্রীপুর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ দেওয়ার সময় তিনজনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে পৌর শহরের কেওয়া পূর্বখণ্ড গ্রামের একটি বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- শ্রীপুর উপজেলার কেওয়া পূর্বখণ্ড গ্রামের আফসার উদ্দিনের ছেলে আমিন (৬৫), সাহাব উদ্দিনের ছেলে মোক্তার হোসেন (৪০) ও হাজী সাত্তারের ছেলে আক্তার হোসেন (৩৩)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি দালালচক্র অবৈধভাবে গ্যাস সংযোগ দিয়ে প্রায় কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল। এরই ধারাবাহিকতায় গতকাল শুক্রবার দিনগত রাতে পূর্বখণ্ড গ্রামের রুহুল আমীনের বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেওয়া হচ্ছিল। খবর পেয়ে শ্রীপুর থানার এসআই নয়ন ভূঁইয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে হাতেনাতে তিনজনকে আটক করে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম আরটিভি অনলাইনকে বলেন, অবৈধভাবে গ্যাস সংযোগ দেওয়ার সময় তিনজনকে আটক করা হয়েছে। এসআই নয়ন ভূঁইয়া বাদী হয়ে ওই তিনজনসহ ১৬ জনের নাম উল্লেখ করে একটি মামলা করেছেন। তাদেরকে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আরো পড়ুন:

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফের পেছাল এস কে সিনহার অবৈধ সম্পদের মামলার প্রতিবেদন
আজ ৩ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজার, বাল্কহেডসহ আটক ১১
অবৈধভাবে ভারতে গিয়ে আটক ১৩ জনকে দেশে ফেরত
X
Fresh