• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রাইভেটকারে বিপুল পরিমাণ গাঁজা, আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৮

ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ কেজি গাঁজা ও একটি প্রাইভেটকারসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৪ এর একটি দল।

শনিবার সকালে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জ জেলার এসএম তৌহিদুজ্জামান (২৬), হবিগঞ্জের মো. শাহ আলম (২৫) ও চুয়াডাঙ্গা জেলার মনিরুল ইসলাম রনি (২৬)।

দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সহকারী পরিচালক রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল বিজয়নগর থানাধীন ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ব্রিজের কাছে অবস্থান নেয়। এসময় প্রাইভেটকারটিকে (ঢাকা মেট্রো গ- ১১-৯২০৮) থামার সংকেত দিলে মাদক ব্যবসায়ীরা তাদের পথ পরিবর্তন করে কুমিল্লা-সিলেট মহাসড়ক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া শহরের দিকে প্রবেশ করে। এসময় তাদের পিছু নিয়ে শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাইভেটকারটি আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করা হয়।

এ ঘটনায় তাদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

আর/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
আখাউড়ায় ১৮০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক 
X
Fresh