• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফসলের ন্যায্যমূল্যের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ

নওগাঁ প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪০

ফসলের ন্যায্যমূল্যের দাবিতে নওগাঁয় সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ কৃষক সমিতি নওগাঁ জেলা শাখা।

শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের ব্রিজ মোড় এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ ও সড়ক অবরোধ করেন তারা।

সমাবেশে বক্তারা বলেন, নওগাঁয় কৃষকরা এক হালি ফুলকপি ও বাঁধা কপি বিক্রি করছেন ছয় থেকে আট টাকায়। অথচ এই কপিই ভোক্তাদের কিনতে হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। অন্যান্য শহরে এই কপির দাম ২০ থেকে ২৫ টাকা। একই অবস্থা অন্যান্য সবজির ক্ষেত্রেও। এর ফলে কৃষক ও ভোক্তারা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হলেও লাভবান হচ্ছেন ফরিয়া ব্যবসায়ীরা।

এ অবস্থায় ধানসহ সকল ফসলের লাভজনক দাম, কৃষি উপকরণ ন্যায্যমূল্যে সরবরাহ ও প্রতিটি ইউনিয়ন পর্যায়ে সরকারি ক্রয়কেন্দ্র চালু করার দাবি জানান তারা।

সমাবেশে জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মহসীন রেজা, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মুকুল, সিপিবি নেতা অ্যাডভোকেট মোমিনুল ইসলাম স্বপন, ছাত্রনেতা উজ্জ্বল হোসেন ও আদিবাসী নেতা রেবেকা সরেন বক্তব্য দেন।

আরো পড়ুন:

আর/জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ১
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগ নেতার মৃত্যু
X
Fresh