• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে অগ্নিকাণ্ডে ১৪ ঘর ভস্মীভূত

গাজীপুর প্রতিনিধি

  ০৯ ফেব্রুয়ারি ২০১৯, ১১:০৪

গাজীপুরের সদর উপজেলার নতুন বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ১৪ বসতঘর ভস্মীভূত হয়েছে।

শনিবার ভোর পাঁচটায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সকাল পৌনে সাতটায় আগুন নিয়ন্ত্রণে আনে শ্রীপুর ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

শ্রীপুর ফায়ার সার্ভিসের দায়িত্বরত কর্মকর্তা জহিরুল হক আরটিভি অনলাইনকে জানান, ভোর পাঁচটায় অগ্নিকাণ্ডের খবর পান তারা। পরে পৌনে সাতটার মধ্যেই আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।

তিনি বলেন, নতুন বাজার এলাকায় শাহজাহান মিয়ার মালিকানাধীন চৌদ্দটি সেমিপাকা ঘর পুড়ে গেছে। ঘরে থাকা বেশির ভাগ আসবাবপত্র পুড়ে গেছে। ঘরগুলো বিভিন্ন কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দেয়া ছিল। অগ্নিকাণ্ডের সূত্রপাত হওয়ার পর লোকজন দৌড়ে বের হয়ে যাওয়ায় প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কিভাবে অগ্নিকাণ্ড ঘটেছে তা বলতে পারছে না কেউ। প্রাথমিকভাবে ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা বলে ধারণা করছেন তারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কাপাসিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
গাজীপুরে ব্যাটারি কারখানায় বিস্ফোরণ, চীনা নাগরিক নিহত
শ্রীপুরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়লো কৃষকের ৯ ঘর
বগুড়ায় তেলের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড
X
Fresh