logo
  • ঢাকা শুক্রবার, ২৩ আগস্ট ২০১৯, ৮ ভাদ্র ১৪২৬

ইটভাটার মাটির স্তূপ ধসে দুই শিশুর মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি
|  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:৫৪
কুষ্টিয়ার মিরপুর উপজেলায় খেলার সময় ধসে পড়া মাটির নিচে চাপা পড়ে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও এক শিশু।

bestelectronics
বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের গোড়দহ গ্রামের খালপাড়ার বটনীখালী মাঠে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো গোড়দহ গ্রামের মন্টু মণ্ডলের ছেলে আকাশ (১২) ও মৃত হাশেম হোসেনের ছেলে তরিকুল (১২)। আহত শিশুর নাম লিকন। তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, আজ পৌনে একটার দিকে বটনীখালী মাঠে একটি ইটভাটার জন্য স্তূপ করে রাখা মাটির পাশে বেশ কয়েকজন শিশু খেলা করছিল। হঠাৎ করেই মাটির একাংশ ধসে শিশুদের ওপর পড়ে। এলাকাবাসী তাৎক্ষণিক মাটি সরিয়ে আকাশ ও তরিকুলকে মৃত এবং লিকনকে আহত অবস্থায় উদ্ধার করে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আরটিভি অনলাইনকে জানান, খবর পেয়ে দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আহত অপর এক শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  ওসি আরও জানান, কেন এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে এই হতাহতের ঘটনায় গোড়দহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

জেবি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়