• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আ.লীগ নেতা হত্যা, পাবনায় মহাসড়ক অবরোধ

পাবনা প্রতিনিধি

  ০৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৮

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীতে দুর্বৃত্তদের গুলিতে নিহত আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর সেলিম হত্যার প্রতিবাদে কুষ্টিয়া-পাবনা-মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা। এসময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ওই মহাসড়ক অবরোধ করা হয়। দেড় ঘণ্টা পর পুলিশ এসে হত্যাকারীদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভকারীরা।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দনি ফারুকী জানান, দুর্বৃত্তদের গুলিতে আওয়ামী লীগ নেতা নিহত হওয়ার ঘটনায় স্থানীয়রা একটা প্রতিবাদ করেছিল। প্রশাসনের হস্তক্ষেপে পরিবেশ শান্ত করা হয়েছে।

প্রসঙ্গত, ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান সেলিমকে গতকাল রাত ৯টার দিকে রূপপুর বিবিসি বাজার সংলগ্ন নিজ বাড়ির সামনে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

আহত অবস্থায় সেলিমকে দ্রুত ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। প্রচুর রক্তক্ষরণ হওয়ায় রাত পৌনে ১০টার দিকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ঈশ্বরদী ছাড়ার আগেই তিনি মারা যান।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘উনার পাওয়ার আছে, উনি খেলবেন’ আইভীকে হেফাজত নেতা 
হেলিকপ্টারে বউ আনলেন ছাত্রলীগ নেতা
গ্রেপ্তারি পরোয়ানা জারির সিদ্ধান্ত নেতানিয়াহুর বিরুদ্ধে 
কারাগার এখন বিএনপি নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা : রিজভী
X
Fresh