• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে আটকের পর জরিমানা

জয়পুরহাট প্রতিনিধি

  ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:১২

জয়পুরহাট পৌর শহরের বৈরাগী মোড় এলাকা থেকে প্রশ্নফাঁস চক্রের চার সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।

মঙ্গলবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহরিয়ার হক এ রায় দেন।

আটক চারজন হলেন জয়পুরহাট সদর উপজেলার খঞ্জনপুর এলাকার বিলাস দাসের ছেলে ধ্রুব দাস, একই এলাকার সাইফুল ইসলামের ছেলে আরমান অভি, রতন খন্দকারের ছেলে অর্ণব খন্দকার, বিকাশ দাশের ছেলে দ্বীপ দাস।

জয়পুরহাট র‌্যাব-৭ ক্যাম্পের অধিনায়ক আজমল হোসেন আরটিভি অনলাইনকে জানান, আটক চারজন প্রশ্নফাঁস চক্রের সদস্য। তারা এবারের এসএসসি পরীক্ষার্থীদের মোবাইল ফোনে প্রশ্নপত্র দেয়ার কথা বলে বিকাশে টাকা হাতিয়ে নেয়। এমন অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতে শহরের বৈরাগী মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
২ টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক     
খুনাখুনিতে অশান্ত ময়মনসিংহ, দুই দিনে ৪ খুন
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ আটকে দিল যুক্তরাষ্ট্র
পাবনায় ১২ ট্রাক ভারতীয় চিনি আটক
X
Fresh