• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেশিরভাগ পদ শূন্য, সিলেট ওসমানী মেডিকেলে দুর্ভোগ চরমে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৮:২৯

জনবল সংকটের কারণে ব্যাহত হচ্ছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসা কার্যক্রম। অনেক পদ শূন্য থাকায় সঠিক সেবা পাচ্ছেন না রোগীরা, চরমে উঠেছে দুর্ভোগ।

সিলেট বিভাগের কোটি মানুষের উন্নত চিকিৎসার ভরসাস্থল ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল।

১৯৯৮তে হাসপাতালটিকে ৫’শ থেকে ৯’শ শয্যায় উন্নীত করা হলেও বাড়ানো হয়নি জনবল। তবে কাগজে কলমে ৯শ’ শয্যা বলা হলেও বাস্তবে নেই তার মিল। তার উপর প্রতিদিন দুই হাজারেরও বেশি রোগী ভর্তি হওয়ায় চিকিৎসা দিতে গিয়ে বিপাকে পড়ছেন চিকিৎসকরা।

হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, প্রয়োজনের চেয়ে অর্ধেক জনবল নিয়ে চলছে হাসপাতালটি। ৯শ’ শয্যার হাসপাতালে জনবল ২ হাজার ৩৫৭ জন থাকার কথা থাকলে আছে মাত্র ১ হাজার ৩২০ জন, খালি আছে ১ হাজার ০৪৪টি পদ।

বেহাল দশা কাটাতে দ্রুত ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের শূন্য পদে নিয়োগ দেয়ার দাবি জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হোক বলেন, আমাদের প্রধান সমস্যা হলো হাসপাতালে যে হারে রোগী আসছে সেভাবে আমরা জায়গা দিতে পারছি না।

শীঘ্রই ডাক্তার কর্মচারীর সংখ্যা না বাড়লে চিকিৎসা কার্যক্রম আরও দুর্বল হয়ে পড়বে বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তীব্র গরমে জনজীবনে দুর্ভোগ, বাড়ছে জ্বর-ডায়রিয়া
যানজট না থাকলেও পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়, দুর্ভোগে যাত্রীরা
প্রচণ্ড শীতে কাঁপছে কুড়িগ্রাম
হিলিতে দেখা মিলছে না সূর্যের, দুর্ভোগে মানুষ
X
Fresh