• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে, ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২

গোপালগঞ্জ প্রতিনিধি

  ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮

গোপালগঞ্জ সদর উপজেলায় চালক নিয়ন্ত্রণ হারালে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন।

সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালগঞ্জ-কোটালীপাড়া সড়কের থানারপাড় খেলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন।

নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জের সুলতানশাই গ্রামের আবদুল মাজেদ মোল্লার ছেলে বেসিক ব্যাংকের কর্মকর্তা নুরুল ইসলাম (৪০) ও কোটালীপাড়ার মোমেনা বেগম (২৬)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে থানারপাড় এলাকায় গোপালগঞ্জ থেকে কোটালীপাড়াগামী যাত্রীবাহী বাসটি পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী নিহত হন। গুরুতর আহত হন ১৫ জন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। অল্প কিছুক্ষণের মধ্যেই ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে।

আরও পড়ুন

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্বব্যাংকের ৭০ বিলিয়ন ডলারের ফান্ড ঘোষণা, সুবিধা পেতে পারে বাংলাদেশও
সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশে সংকট বাড়বে জনতা ব্যাংকের
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
ঘরে ঝুলছিল তরুণের মরদেহ
X
Fresh