• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কুষ্টিয়ায় ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু

কুষ্টিয়া প্রতিনিধি

  ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৫৩

কুষ্টিয়ার মিরপুর উপজেলার খারাড়া গ্রামে ইউনানি ওষুধ খেয়ে শিশুসহ দুইজনের মৃত্যু হয়েছে।একই ওষুধ খেয়ে নবাব আলী নামের একজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ওষুধের মেয়াদ ছিল না বলে অভিযোগ করেছেন এলাকাবাসী।

রোববার দিনগত রাতে এই ঘটনায় মৃত ব্যক্তিরা হলেন বহলবাড়ীয়া ইউনিয়নের খারাড়া গ্রামের নবাব আলির মেয়ে শামীমা আক্তার (৯) ও একই গ্রামের পলান শেখের ছেলে নুর মোহাম্মদ (৫০)।

সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়, রোববার রাতে খারাড়া গ্রামে নবাব আলীর বাড়িতে টেলিভিশন দেখতে যান নুর মোহাম্মদ। এসময় তার কাশি উঠলে নবীন ল্যাবরেটরির মেরী গোল্ড নামে ইউনানী সিরাপ খেতে দেন নবাব আলী।