• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দ. আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ফেনী প্রতিনিধি

  ০৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৪:৩১

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের সোয়েটো এলডেরাডো পার্কে নাজমুল হুদা বিপ্লব নামের এক বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা।

শনিবার রাত ৮টার দিকে এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। দক্ষিণ আফ্রিকা যুবলীগ সাধারণ সম্পাদক মো. মিলন এ সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

সন্ত্রাসীরা দোকানের ভেতরে ঢুকে তাকে গুলি করলে তিনি কৃষ্ণাঙ্গ মালিকের ঘরের দিকে ছুটে যান। এসময় তাকে ধাওয়া করে দোকানের পেছনের রুমে তিন রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। গুলি করার পর সন্ত্রাসীরা পুলিশের সামনে দিয়ে চলে যায় বলে অভিযোগ করে প্রবাসী বাংলাদেশিরা।

নিহত বিপ্লব দাগনভূঞা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের উত্তর শ্রীধর পুর গ্রামের হোসেন সেরাং বাড়ির আবদুর রাজ্জাক প্রকাশ রেজু মিয়ার ছেলে। বিপ্লবের পিতা রেজু মিয়া তার সন্তানের মরদেহ দেশে আনার জন্য ও আর্থিকভাবে সহযোগিতা করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।

এছাড়া এলাকাবাসী ও তার স্বজনরা, এ নৃশংস হত্যাকাণ্ড বন্ধের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বজ্রপাতে কোরআনের হাফেজসহ দুই যুবকের মৃত্যু
জাল ভিসায় এয়ারপোর্টে ধরা, দালালের বাড়িতে ৬ যুবক
একদিন পর বাংলাদেশি যুবকের লাশ ফেরত দিলো বিএসএফ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত
X
Fresh