• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

সকালে নিখোঁজ শিশুর মরদেহ দুপুরে উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৫৬

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের চার ঘণ্টা পর হালিমা আক্তার নামে তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর পৌনে একটার দিকে পৌর শহরের ভাদুঘর গ্রামের ভূঁইয়াপাড়া মহল্লার একটি বহুতল ভবনের পাশ থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

হালিমা ভাদুঘর গ্রামের মুন্সীপাড়া মহল্লার আমির হোসেনের মেয়ে।

শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, সকালের নাস্তা খেয়ে ঘর থেকে বের হওয়ার পর হালিমার আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে দুপুর পৌনে একটার দিকে ভূঁইয়াপাড়া মহল্লার একটি পাঁচতলা ভবনের পাশে হালিমার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহাগ আরটিভি অনলাইনকে জানান, নিহত শিশুর শরীরে তেমন কোনও আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে শ্বাসরোধে শিশুটিকে হত্যা করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
তারাকান্দায় ছেলেকে কুপিয়ে হত্যা, বাবা সংকটাপন্ন
নৌকা থেকে নদীতে পড়ে শিশু নিখোঁজ
বাবুলকে আপত্তিকর অবস্থায় দেখে ফেলায় খুন হন মিতু
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh