• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘দেখছেনইতো কেমন সাড়া পড়েছে’

আরটিভি অনলাইন রিপোর্ট, নারায়ণগঞ্জ

  ১০ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৯

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন যেন সুষ্ঠু হয় সেটাই আমি চাই। নির্বাচন কমিশনকে বলেছি কোন ধরনের ফেভার চাই না। জনগণ আমার সঙ্গে আছে। তাছাড়া নারায়ণগঞ্জে এসে সে তো আপনারাই বুঝতে পারছেন কেমন সাড়া পাচ্ছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় দলের সাবেক ও বর্তমান খেলোয়াড়দের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের উদ্দেশ্যে এ কথা বলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওয়ামী লীগের মেয়রপ্রার্থী সেলিনা হায়াৎ​ আইভী।

আইভী বলেন, নৌকায় ভোট দেয়ার জন্য সবাই উন্মুখ হয়ে আছে। সবাই আমার পাশেই আছে।

নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে আইভী বলেন, সেনা মোতায়েন করা বা না করা নির্বাচন কমিশনের ব্যাপার। ইসি প্রয়োজন মনে করলে সেনাবাহিনীসহ যে কোন বাহিনীর নিয়োগ দেবে।

আইভী আশা করে বলেন, ২০১১ সালের ৩০ অক্টোবর নির্বাচনে জনগণ যেভাবে আমাকে ভোট দিয়ে পাস করিয়ে কাজ করার সুযোগ করে দিয়েছিল, এই বিজয়ের মাসেও সেভাবে নৌকা মার্কায় ভোট দেবে।

মতবিনিময়কালে আইভীর সঙ্গে ছিলেন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি বাদল রায়, আবাহনী ক্রীড়া চক্রের চেয়ারম্যান হারুনুর রশিদ ও জাতীয় ফুটবল দলের সাবেক কয়েকজন খেলোয়াড়। আজ (শনিবার) তারা আইভীর পক্ষে গণসংযোগ করেন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh