• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

তুরাগে ট্রাক পড়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি

  ২৯ জানুয়ারি ২০১৯, ১২:৪৪
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ার আবদুল্লাপুর-বাইপাইল সড়কের মরাগাঙ্গ এলাকার তুরাগ নদীতে ইটবোঝাই ট্রাক পড়ে নিখোঁজ চারজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরিদল।

মঙ্গলবার বেলা ১১টার দিকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মেঘনা ইটভাটার শ্রমিক আরিফ মিয়া (১৮), শাহিন (৩০), ইটভাটার নিরাপত্তাকর্মী আব্দুল কাদের (৫০) ও ট্রাকচালক মুজাহিদ (২৫)।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডিএডি মো. মানিকুজ্জামান আরটিভি অনলাইনকে মরদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার সকালে মরাগাঙ্গ এলাকার মেঘনা ব্রিকসের একটি ট্রাক ইট নিয়ে আশুলিয়ার দিকে রওয়ানা দেয়। পথে আশুলিয়ার বড়ব্রিজে ট্রাকটি একটি বাসকে ওভারটেক করতে গিয়ে তুরাগ নদীতে পড়ে যায়।

এসময় ট্রাকটিতে চালক ও হেলপারসহ সাতজন ছিল। এদের মধ্যে তিনজন ওঠে আসতে পারলেও চারজন নিখোঁজ ছিল। খবর পেয়ে উত্তরা ও টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরিদল উদ্ধার অভিযান চালিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাবা-মাকে খুঁজছে ৫ বছরের অবুঝ শিশু জুনায়েদ
সন্ত্রাসীদের বিচারের মুখোমুখি হতে হবে : কাদের
ধান খেয়েছে হাঁস, মারামারিতে নিহত ১
থ্রি-হুইলার ও ট্রলির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১ 
X
Fresh