• ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে পণ্যবোঝাই দুই লাইটার জাহাজডুবি

চট্টগ্রাম প্রতিনিধি

  ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:৩৩

বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল ও নোয়াখালীর ভাসানচর এলাকায় দু’টি পণ্যবোঝাই লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি)খাজাবাবা ফরিদপুরী এবং এন ইসলাম জাহাজ দুইটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) উপ-পরিচালক মোহাম্মদ সেলিম আরটিভি অনলাইনকে জানিয়েছেন, বঙ্গোপসাগরের সন্দ্বীপ চ্যানেল অতিক্রম করার সময় জাহাজটি ডুবে যায়। এতে ১৩ জন নাবিক ছিল। ১২ জন উদ্ধার হয়েছে। একজন নাবিক এখনও নিখোঁজ আছেন ।খাজা বাবা ফরিদপুরী জাহাজটি ১ হাজার ৭০০ মেট্রিক টন গম নিয়ে চট্টগ্রাম বন্দর থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল।

তিনি আরও বলেন, নির্দেশনা আছে কমপক্ষে তিনঘণ্টার জোয়ারের সময় হাতে নিয়ে যেন এ চ্যানেলটি অতিক্রম করা হয়। জাহাজটি দেড় ঘণ্টা সময় নিয়ে ভাসানচর অতিক্রম শুরু করে। স্বাভাবিকভাবেই জোয়ারের পানি কমতে শুরু করলে ভাটার টানে জাহাজটি ডুবে যায়।

এদিকে বিআইডব্লিউটিএ সুত্রে জানা যায়, ভাসানচরের কাছাকাছি এলাকায় অপর একটি জাহাজের সঙ্গে সংঘর্ষে ‘এন ইসলাম’র তলা ফেটে গিয়ে সেটি দুর্ঘটনার কবলে পড়ে । তলা ফেটে জাহাজটি যখন ডুবে যাচ্ছিল, ক্যাপ্টেন জাহাজটিকে চরের কাছাকাছি নিয়ে যায়। সেখানে জাহাজটির বড় অংশ ডুবে গেছে। তবে এখানে যত নাবিক ছিলেন, সবাই নিরাপদে আছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা।

আরো পড়ুন:

আরসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিআইডব্লিউটিএ-বিআইডব্লিউটিসির ক্রয় পরিকল্পনা উপস্থাপনের নির্দেশ
সদরঘাটে লঞ্চ দুর্ঘটনায় তদন্ত কমিটি 
এমভি ফারহানের চালক পলাতক, বিআইডব্লিউটিএ’র নতুন সিদ্ধান্ত
নদীতে ব্রিজ তৈরিতে কম পিলার চান নৌ প্রতিমন্ত্রী
X
Fresh