• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

গোবিন্দগঞ্জে বাস-অটোভ্যানের সংঘর্ষে নিহত ২

গাইবান্ধা প্রতিনিধি

  ২২ জানুয়ারি ২০১৯, ২৩:৩৯

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনা আহত হয়েছেন অন্তত ৩ জন।

আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের বাগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার সাপমারা ইউনিয়নের দুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুস সামাদের ছেলে ইমরামুল হোসেন (২৫)। তিনি গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ছিলেন। অপরজন কাটাবাড়ী ইউনিয়নের কাঠালবাড়ী গ্রামের বাসিন্দা জয়নাল আবদিনের ছেলে আজাহার আলী (৫০)।

আহতরা হলেন- উপজেলার দুধিয়া গ্রামের বাসিন্দা আব্দুল শেখের ছেলে আব্দুস সামাদ (৫৪), ছলেমানের ছেলে আসাদুল ইসলাম (৩৫) ও বেড়া বিশুলিয়া গ্রামের বাসিন্দা রমজান আলীর ছেলে আশরাফুল ইসলাম (৩০)।

প্রত্যক্ষদর্শীরা জানান, দিনাজপুর ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি নৈশ্যকোচ বাগদা এলাকায় পৌঁছলে সামনের একটি ভ্যানকে ধাক্কা দেয়। এতে ওই ভ্যানে থাকা ৫ যাত্রীর মধ্যে দু’জন ঘটনাস্থলে মারা যান। অপর তিনজনকে আহত অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মুন জানান, আহত ৩ জন আশঙ্কাজনক হওয়ায় তাদের বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

গোবিন্দগঞ্জ থানার তদন্তকারী কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ঘটনায় ঘাতক বাসসহ ড্রাইভারকে আটক করা হয়েছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গোমস্তাপুরে ট্রাক্টর উল্টে চালক নিহত
গাজীপুরে গ‍্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ১১
বিএসএফের গুলিতে নিহত কিশোরের মরদেহ ফেরত পেল পরিবার
সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ৬
X
Fresh