• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

এবার এসএসসি পরীক্ষা হবে নকল ও প্রশ্নফাঁসমুক্ত: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম ব্যুরো

  ২২ জানুয়ারি ২০১৯, ১৫:৫২

শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি বলেছেন, ‘আগামী ২ ফেব্রুয়ারি থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেটি আমাদের সবার জন্যই কিন্তু পরীক্ষা। সেই পরীক্ষায় সবাই যেন ভালোভাবে উত্তীর্ণ হতে পারি। সেই পরীক্ষা হবে প্রশ্নফাঁসমুক্ত, নকলমুক্ত, সুষ্ঠু ও সুন্দর পরীক্ষা।’

মঙ্গলবার সকালে চট্টগ্রাম নগরীর এমএ আজিজ স্টেডিয়ামে ৪৮তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বিভাগের ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এসএসসি ও সমমানের পরীক্ষার আগে কোনও ধরনের অনৈতিক পথের খোঁজে না নামার জন্য অভিভাবক ও পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।

এ সময় মন্ত্রী বলেন, ‘পরীক্ষার্থীরা সঠিকভাবে পড়াশোনা করবে, ঠিকভাবে পরীক্ষা দেবে, ভালো ফলাফল করবে। সেটিই আমরা চাই। অনৈতিক পথে হেঁটে কখনও ভালো ফল পাওয়া যায় না। কোনোভাবেই যেন দুর্বৃত্তরা এ প্রক্রিয়াটিকে নষ্ট করবার কোনও অপচেষ্টা চালাতে না পারে।’

মন্ত্রী আরও বলেন, ‘যদি প্রশ্নপত্র পাওয়ার ব্যাপারে অভিভাবক ও পরীক্ষার্থীদের আগ্রহ না থাকে, চেষ্টা না থাকে পাবার, তবে অপকর্মটি যারা করে তাদের সেই চেষ্টা থাকবে না। কারণ তারা লাভবান হতে পারবে না। কাজেই সকলেরই করণীয় আছে।’

এর আগে প্রধান অতিথি হিসেবে বেলুন-ফেস্টুন, পায়রা উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন মন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এবারের ক্রীড়া প্রতিযোগিতায় দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জ্বীন-টু’ সিনেমার পোস্টার নকলের অভিযোগ
ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
নকল ট্যাং প্রস্তুতকালে হাতেনাতে আটক কারখানা মালিক 
স্ত্রীকে নকল সরবরাহ, স্বামীর ২ বছরের কারাদণ্ড
X
Fresh