logo
  • ঢাকা বৃহস্পতিবার, ২২ আগস্ট ২০১৯, ৭ ভাদ্র ১৪২৬

অবশেষে শূন্য রেখা থেকে ৩১ রোহিঙ্গাকে ফিরিয়ে নিল ভারত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
|  ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৩৯ | আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৩:৪৫
অবশেষে ৩১ রোহিঙ্গাকে সীমান্তের শুন্য রেখা থেকে ফিরিয়ে নিল ভারত। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কাজিয়াতলী এলাকার বাংলাদেশ-ভারত সীমান্তের ২০২৯ পিলারের শুন্য রেখা থেকে বিএসএফ তাদের ভারতে নিয়ে যায়।

bestelectronics
এর আগে গত শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে আটটায় বিএসএফ গেইট খুলে নারী, পুরুষ শিশুসহ ৩১ জন রোহিঙ্গাকে বাংলাদেশে পুশইন এর চেষ্টা করে। খবর পেয়ে বিজিবি শূন্য রেখায় আগত দলটিকে থামিয়ে দেয়। এরপর থেকে ৪দিন সীমান্ত রেখায় অবস্থান করছিল। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে বিএসএফের সাথে একাধিকবার বৈঠক করা হলেও তা ফলপ্রসূ হয়নি। কিন্তু আজ সকালে কোনও বৈঠক ছাড়াই তাদের সীমান্ত থেকে সরিয়ে নেয়া হয়।

২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কবির আরটিভি অনলাইনকে জানান, সকালে বিএসএফ বিজিবির সাথে কোনোরকম বৈঠক ছাড়াই আশ্রিত রোহিঙ্গাদের ধাপে ধাপে ভারতে নিয়ে যায়।

আরো পড়ুন:

পি

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়