• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

মানিকগঞ্জে বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ

  ২২ জানুয়ারি ২০১৯, ১২:১২

মানিকগঞ্জ থেকে বিপুল পরিমাণ পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্রসহ গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে র‌্যাব-৪। এ ঘটনায় তমছের আলী নামে একজনকে আটক করা হয়েছে।

আজ মঙ্গলবার সকালে সিংগাইর উপজেলার পূর্বভাকুম গ্রামের একটি বাড়ির পাশ থেকে অস্ত্রসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, পূর্বভাকুম গ্রামের বাছের আলীর বাড়ির পাশে বোমা, পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম এবং অস্ত্র, গুলি ও ম্যাগজিন রয়েছে বলে একই এলাকার তমছের আলী জানায়। তার তথ্য অনুযায়ী বিস্ফোরক দ্রব্যগুলো উদ্ধার করা হয়। এরপর তমছের আলীকে সন্দেহ হলে জিজ্ঞাসাবাদে পূর্ব শত্রুতার জের ধরে বাছের আলীর পরিবারের অন্য সদস্যদের ফাঁসাতে এই ঘটনা ঘটিয়েছে বলে সে স্বীকার করে।

র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর আব্দুল হাকিম আরটিভি অনলাইনকে বলেন, অন্য কোনও উদ্দেশ্য বা কোনও নাশকতার জন্য বিস্ফোরকগুলো আনা হয়েছিল কিনা সে বিষয়ে তদন্ত করা হচ্ছে। এসময় একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলিসহ ম্যাগজিন, ১০টি ককটেল, চারটি পেট্রোল বোমা, বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
এবার মানিকগঞ্জে কয়েল কারখানা ও কাঠপট্টিতে আগুন
রাজধানীতে বাথরুম থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি উদ্ধার
ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
মানিকগঞ্জে স্বর্ণ চোরাচালান মামলায় ৫ জনের যাবজ্জীবন
X
Fresh