• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

নোয়াখালীতে বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশার ৪ যাত্রী নিহত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ জানুয়ারি ২০১৯, ১৭:১২

নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি অটোরিকশাকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কার ঘটনায় চারজন যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালে রাখা হয়েছে। এদিকে এ দুর্ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার মিরওয়ারিশপুর রশিদিয়া মাদরাসার সামনে নোয়াখালী-কুমিল্লা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। নিহতদের মধ্যে একজন ঘটনাস্থলে এবং বাকিদের হাসপাতালে নেয়ার পর মারা যান।

বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিএনজি চালিত অটোরিকশাটি সোনাইমুড়ি এলাকা থেকে বেগমগঞ্জের চৌমুহনীর দিকে আসছিল। রশিদিয়া মাদ্রাসার সামনে পৌঁছালে বেলা আড়াইটার দিকে হিমাচল পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে একজন মারা যান। স্থানীয়রা আহত ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর বাকি তিনজন মারা যান। এছাড়া বাকি দুইজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরও বলেন, বাসটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর থেকে বাস চালক পলাতক রয়েছেন। এ দূর্ঘটনায় একটি মামলার প্রস্তুতি চলছে।

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুনামগঞ্জ শহরে ট্রাক্টর ও সিএনজি মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
বাসের ধাক্কায় চুয়েটের দুই শিক্ষার্থী নিহত
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
কালিয়াকৈরে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
X
Fresh