• ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০
logo

চট্টগ্রামে ভিক্টোরিয়া জুট মিলে আগুন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ জানুয়ারি ২০১৯, ১৯:০৭

চট্টগ্রামের এ কে খান মোড়ে ভিক্টোরিয়া জুট মিলে বড় ধরনের আগুন লেগেছে। আগুনে জুট মিলের অনেকাংশ পুড়ে গেছে। শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট দুই ঘণ্টা ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্দীপ দাশ আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার বিকেল সোয়া ৫টার দিকে ভিক্টোরিয়া জুট মিলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বন্ধ হয়ে যাওয়া জুট মিলটির গুদামে কয়েকটি প্রতিষ্ঠানের প্লাস্টিকের তৈরি বিভিন্ন পণ্য রাখা হয়। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মো. জসিম উদ্দীন বলেন, আগ্রাবাদে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের নিয়ন্ত্রণ কক্ষে শুক্রবার বিকেল ৫টার দিকে অগ্নিকাণ্ডের খবর আসে। খবর পেয়ে ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, ভিক্টোরিয়া জুট মিল বেশ কয়েক বছর আগে ভাড়া দিয়ে দেওয়া হয়। সেখানে আগের কারখানার বেশিরভাগ অংশ এখন গুদাম হিসেবে ব্যবহার হয়ে আসছে।

আরো পড়ুন:

এমসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক আবু তাহের
আসামি ধরতে গিয়ে ১০ পুলিশ সদস্য আহত
১৪ ঘণ্টা পর ঢাকা-চট্টগ্রাম রেল চলাচল স্বাভাবিক
ট্রাকচাপায় শিশু নিহত, ট্রাকে আগুন দিলো এলাকাবাসী
X
Fresh